মেঘনাঘাটে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রিলায়েন্সের সঙ্গে চুক্তি

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 15:53:33

মেঘনাঘাটে এলএনজি/গ্যাস ভিত্তিক ৭১৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড। ৩৬ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে এই প্রকল্পের। এতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ৫ দশমিক ৮৫ টাকা (৮০ টাকা ইউএস ডলার হিসেবে)। 

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ‘সব কমপ্লেক্স প্রকল্পে একটু বেশি সময় লেগে থাকে, সব দেশের ক্ষেত্রেই। এখানেও একটু বেশি সময় লেগেছে।’

তিনি আরও বলেন, ‘এক সময় সমালোচনা করা হতো বড় প্রকল্প কেন নেওয়া হচ্ছে না। তখন পরিস্থিতি সামাল দিতে ছোটো ছোটো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হয়েছে। এখন কিন্তু বড় বড় প্রকল্পের চুক্তি করা হচ্ছে। আপনারা যারা মিডিয়ার লোকজন রয়েছেন তারা ভালো কাজগুলো তুলে ধরবেন, তাতে আমরা উৎসাহবোধ করি। এতে কাজের গতিও বেড়ে যায়।’

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, ‘বাংলাদেশ ভারতের দ্বি-পাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। এখন হলমার্ক বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন। রামপাল মৈত্রী থার্মাল পাওয়ার প্ল্যান্ট একটি সফলতার প্রতীক। আমি মনে করি নতুন বিদ্যুৎ কেন্দ্রটিও সফলতার আরেকটি প্রতীক হবে। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুবই আকর্ষণীয়। রিলায়েন্স দেখে অন্যরাও আগ্রহী হবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘আপনাদের সামনের দিনগুলো সুন্দর হোক। প্রজেক্ট সুন্দরভাবে বাস্তবায়ন হোক।’

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘বিদ্যুতের প্রবৃদ্ধি হয়েছে ১২.৫ শতাংশ। পার ক্যাপিটাল বিদ্যুৎ কনজামশন ৫০৯ অর্জিত হয়েছে। এটা খুবই আনন্দের সংবাদ।’

অন্যদের মধ্যে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জ্বালানি বিভাগের সচিব আবু হেনা রহমাতুল মুনিম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ, রিলায়েন্স গ্রুপের হেড অব বিজনেস সমীর কুমার গুপ্তা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর