সেপ্টেম্বরে খুলনায় ডেঙ্গু রোগী বাড়ার আশঙ্কা

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-30 18:19:41

খুলনায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ কাটেনি সাধারণ মানুষের। সরকারি হিসাবে ইতোমধ্যে খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

জেলার বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সংখ্যা কখনো বাড়ছে, আবার কখনো কমছে। এ কারণে দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না।

খুলনা বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, খুলনা বিভাগে এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৪শ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৮১ জন।

তিনি আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত অনেকে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আবার অনেকে খুলনা থেকে ঢাকায় গিয়ে চিকিৎসা করিয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী তিন হাজার ৬শ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে খুলনা বিভাগে এ পর্যন্ত মোট ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। খুলনায় আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগই ঢাকা থেকে আসা বলেও জানান তিনি।

খুলনা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের সকল জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণ কিটের কোনো ঘাটতি নেই। বর্তমানে এ বিভাগে ১৩ হাজারেরও বেশি কিট মজুদ রয়েছে।

খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হোসেন জানান, পরিস্থিতি এখনো স্থিতিশীল রয়েছে। তবে এই সেপ্টেম্বর মাসে ডেঙ্গু রোগী বাড়ার আশঙ্কা রয়েছে। এজন্য এডিস মশার বিরুদ্ধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে হবে।

খুলনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান বলেন, ‘খুলনায় ডেঙ্গু পরিস্থিতি এখনো বোঝা যাচ্ছে না। আমরা আক্রান্ত রোগী ও স্বজনদের সচেতন করছি। মানুষ এখন এ বিষয়ে আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। কিছুদিনের মধ্যে পরিস্থিতি ভালোর দিকে যাবে বলে মনে করছি।’

এ সম্পর্কিত আরও খবর