বিশেষ পরিস্থিতিতে সেবা দিতে হবে বিআরটিএকে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 18:19:01

বিভিন্ন সময় বিশেষ পরিস্থিতিতে যাতায়াত ব্যবস্থায় জরুরি সেবা দেওয়ার বিধান রেখে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন আইন ২০১৯-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, ‘বিশেষ পরিস্থিতি যেমন হরতাল, পরিবহন ধর্মঘট, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব ইজতেমা, রাষ্ট্রীয় প্রয়োজন, মুক্তিযোদ্ধা সমাবেশ এবং অন্য কোনো জরুরি প্রয়োজনে সড়ক পরিবহন সেবা প্রদান করা বিআরটিসির অধীনে নিয়ে আসা হয়েছে। এটা আগে ছিল না। এটা নতুন প্রস্তাব।’

মন্ত্রীপরিষদ সচিব বলেন, এটা ১৯৬১ সালের অধ্যাদেশ। ঘষামাজা করে আইনে পরিণত করা হচ্ছে। তবে এখানে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। এ আইনে একটি শব্দ যুক্ত হয়েছে। সদস্য-সচিব শব্দটি দুইয়ের ক-এ যোগ করার প্রস্তাব করা হয়েছে।’

শেয়ার মূলধনের ক্ষেত্রে একটু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন শফিউল আলম। তিনি বলেন, ‘অনুমোদিত মূলধন ছিল ছয় কোটি টাকা। তবে বর্তমানে অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। আইনে নতুন একটি সংযোজন আনা হয়েছে।’

এর আগে সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়। 

এ সম্পর্কিত আরও খবর