তানোরে পাহারাদারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-31 00:27:47

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার মঠপুকুরিয়া মাঠের পুকুরপাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় রইস উদ্দিন (৬২) নামে এক পাহারাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রইস উপজেলার পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায় তানোর থানা পুলিশ।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, তরিকুল ইসলাম নামে এক ব্যক্তির ইজারা নেওয়া পুকুর পাহারা দিতেন রইস উদ্দিন। প্রতিদিন রাতে তিনি পুকুরপাড়ে কুঁড়েঘরে থাকতেন। সোমবার সকালে পুকুরপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি বলেন, 'মাছ ধরা জাল এবং জালের রশি দিয়ে রইসের হাত ও পা সহ শরীরের ৮-৯ স্থান বাঁধা ছিল। পাহারাদারকে খুন করা হলেও পুকুর থেকে কোনো মাছ চুরি হয়নি। তাই পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।'

এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

এ সম্পর্কিত আরও খবর