দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সংযোগ পাবেন আরো ছয় লাখ গ্রাহক

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেস্ট, খুলনা, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 22:20:03

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও পরিবর্ধন প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্প বাস্তবায়নে এক হাজার ৬৮৭ কোটি টাকা ব্যয় হচ্ছে। ইতোমধ্যেই ২২ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২১ সাল নাগাদ ওই এলাকার ছয় লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ পাবেন। এতে এ অঞ্চলে শিল্পের উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) তথ্য মতে, ২০১৭ সালের জুলাই মাসে প্রকল্পের কাজ শুরু হয়। সরকারের ভিশন-২০২১ সালে শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ, সিস্টেম লস কমানো, বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে আনা এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের আওতাভুক্ত জেলাগুলো হল- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়াতপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাটি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা। এ প্রকল্পের আওতায় ২ হাজার ৪০০ কিলোমিটার নতুন লাইন স্থাপন, ২ হাজার ৩০০ কিলোমিটার লাইন নবায়ন এবং ১১/৪ কেভির ২ হাজার ৫৩০টি ট্রান্সফর্মার স্থাপন। প্রকল্পের এক হাজার ৬৩৭ কোটি টাকা সরকার যোগান দিচ্ছে, বাকি ৫০ কোটি টাকা দিচ্ছে ওজোপাডিকো।

ওজোপাডিকো-এর খুলনা অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) মো. সাইফুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়ন হলে রাস্তার পাশে বিতরণ ট্রান্সমিটারের ঘাটতি পূরণ হবে। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে এ অঞ্চলে গড়ে ওঠা নতুন শিল্প প্রতিষ্ঠানের জন্য বিদ্যুতের চাহিদা পূরণ হবে। সাব-স্টেশনগুলোর ক্ষমতার ঘাটতি পূরণ হবে। ৩৩ কেভির সাড়ে চারশ’ কিলোমিটার লাইন নির্মাণ হবে।’

ওজোপাডিকো-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই পদ্মার এপারের ২১ জেলার গ্রাহকদের নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের জন্য নিরলসভাবে কাজ করা হচ্ছে। কোম্পানির মূল লক্ষ্য হলো- সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি সরবরাহ করা।’

তিনি আরো বলেন, ‘এছাড়াও ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা, বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেগাওয়াট, এক লাখ ৫০ হাজার কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ ও পুনর্বাসন, ৪৮০টি উপকেন্দ্র নির্মাণ ও আধুনিকায়ন, নতুন ৭০ লাখ গ্রাহককে সংযোগ দেয়া, ৩০ হাজার গ্রাম বিদ্যুতায়ন করা, এক লাখ ৯০ হাজার ওভারলোড বিতরণ ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হবে।’

উল্লেখ্য, সাতক্ষীরা জেলায় ৩ লাখ ৬৭ হাজার ৮৭৪ বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। আরো প্রায় ৫০ হাজার নতুন সংযোগ দেয়ার কাজ চলছে। বিদ্যুতের আওতায় না আসায় সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ মানুষ এখনো অন্ধকারে রয়েছেন। বিদ্যুৎ বিভাগের হিসাব মতে ৭২ হাজার পরিবারের মাঝে এখনো বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হয়নি। সাতক্ষীরা পল্লী বিদ্যুতের আওতায় ২০ ভাগ মানুষের কাছে এখনো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি।

অন্যদিকে ওজোপাডিকো-এর দাবি, সাতক্ষীরা পৌর সভায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। জেলাতে পল্লী বিদ্যুতের গ্রাহক ৩ লাখ ৩৫ হাজার এবং ওজোপাডিকো-এর গ্রাহক ৩২ হাজার ৮৭৪ জন। তালা ও কলারোয়ায় শতভাগ বিদ্যুতের আওতায় আনার কাজ চলছে। গেল বছর জেলার দেবহাটা উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে একটি প্রকল্প উদ্বোধন করা হয়। এছাড়া জেলার আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার অনেক গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। এছাড়াও ওজোপাডিকো-এর আওতাধীন জেলাগুলোর কিছু গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। আর তাই সরকার ঘোষিত ২০২১ সালে শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণের লক্ষ্যে এ প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর