কাশ্মীর নিয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ড. মোমেন

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 09:36:47

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কুরেশির সঙ্গে টেলিফোনে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে এ বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কি কথা হয়েছে তা বিস্তারিত জানাননি তিনি।

বাংলাদেশ এর আগে জম্মু ও কাশ্মীর সম্পর্কিত বিষয়টি ভারতের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে বর্ণনা করেছিল। বাংলাদেশ বলেছে, ভারত সরকার কর্তৃক ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা ভারতের অভ্যন্তরীণ বিষয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানিয়ে দিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ মনে করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উন্নয়ন সব দেশের অগ্রাধিকার হওয়া উচিত।

 

এ সম্পর্কিত আরও খবর