যুব সংগঠনের অনুদান দ্বিগুণ হচ্ছে

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 03:36:47

যুব উন্নয়নে কাজ করা সংগঠনগুলোর আর্থিক অনুদানের পরিমাণ দ্বিগুণ করছে সরকার। আগামী অর্থবছর থেকে ২৫ হাজার টাকার পরিবর্তে বাৎসরিক ৫০ হাজার টাকা করে অনুদান দেবে সরকার।

এ লক্ষ্যে বুধবার (০৪ সেপ্টেম্বর) সচিবালয়ে যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের ৪১তম সভায় এ সিদ্ধান্ত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সভায় সভাপতিত্ব করেন। তবে বর্তমানে যে ৫৯৯টি যুব সংগঠন কাজ করছে তাদের পূর্বের অনুমোদন গৃহিত হয়েছে সভায়।

গত অর্থবছরের (২০১৮-১৯) জন্য যুব কল্যাণ তহবিল থেকে সারাদেশের ৫৯৯টি যুব সংগঠনকে এক কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা অনুদান দেবে সরকার।

বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতি জেলায় একটি করে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যুব সংগঠনকে বছরে ২৫ হাজার টাকা করে মোট ১৬ লাখ টাকা দেয়া হবে। এছাড়া জেলা ভিত্তিক ৫৩৫টি সংগঠনকে ২০ হাজার টাকা করে মোট এক কোটি ৭ লাখ টাকা দেয়া হবে। সভায় যু্ব সংগঠনকে প্রকল্পভিত্তিক অনুদান দিতে সিলেকশন কমিটির সুপারিশ উপস্থাপন করা হলে বোর্ড তা অনুমোদন দেয়।

সিলেকশন কমিটির প্রস্তাব অনুযায়ী, প্রতি বছর ১০ শতাংশ হারে যুব সংগঠন বৃদ্ধির প্রস্তাব সভায় গ্রহণ করা হয়। পাশাপাশি অনুদানের পরিমাণ ২৫ হাজারের পরিবর্তে ৫০ হাজার করার প্রস্তাবও গ্রহণ করেন তারা। আগামী অর্থবছর থেকে ৬৬০টি সংগঠনকে এই অনুদান দেওয়া হবে। 

তবে যেসকল সংগঠন স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করবে তারা যেন এই অনুদানের আওতায় আসতে না পারে সেদিকে নজরদারি রাখতে বলা হয়েছে। একই সঙ্গে অনুদান নিয়ে সংগঠনগুলো কি কাজ করছে এজন্য একটি মনিটরিং সেল গঠন করার প্রস্তাব গ্রহণ করা হয়।

এছাড়া সভায় যুব উন্নয়ন অধিদফতরের যেসব তালিকাভুক্ত যুব সংগঠন নির্ধারিত সময়ের মধ্যে স্বীকৃতিপত্র গ্রহণ করতে পারেনি তাদেরকে যুব কার্যক্রমের সাথে সম্পৃক্ত রাখা অপরিহার্য বিবেচনায় এডহক ভিত্তিতে স্বীকৃতিপত্র দেয়ার সিদ্ধান্ত হয়। অনুদানের সফটওয়্যারটি স্টেকহোল্ডারদের মতামত বা সুপারিশ নিয়ে আপডেটসহ কর্মশালা আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত হয়।

সভায় যুব ও ক্রীড়া সচিব মো. জাফর উদ্দীন, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ফারুক আহমেদ, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ আরাফাত, অল পার্লামেন্টারি অ্যাসোসিয়েশসনের সাধারণ সম্পাদক শিশির শীলসহ বোর্ডের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর