জিপিএ-৪ প্রবর্তনে শিক্ষাবিদদের নিয়ে বসছে মন্ত্রণালয়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 05:27:17

পাবলিক পরীক্ষার ফলাফল জিপিএ-৫ এর পরিবর্তে জিপিএ-৪ প্রবর্তনের জন্য শিক্ষাবিদদের মতামত নিতে কর্মশালার আয়োজন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

এ সংক্রান্ত নথিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পাবলিক পরীক্ষার ফলাফল জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট অ্যাভারেজ-৫) এর পরিবর্তে জিপিএ-৪ প্রবর্তনের লক্ষে অংশীজনদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশগ্রহণের জন্য শিক্ষাবিদদের আমন্ত্রণ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ৮ সেপ্টেম্বর বেলা দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায়োগিক পরিসংখ্যান ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসাইন, আইইআর'র অধ্যাপক এসএম হাফিজুর রহমান ও হোসনে আরা বেগম, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীসহ শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কর্মকর্তা, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এনসিটিবি চেয়ারম্যান, নায়েমের বিশেষজ্ঞ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (বেডু) কর্মকর্তাদের ডাকা হয়েছে।

জানা গেছে, পাবলিক পরীক্ষাগুলোতে সর্বোচ্চ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ জিপিএ-৫ থেকে কমিয়ে জিপিএ-৪ করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। সর্বোচ্চ গ্রেড জিপিএ-৪ ধরে এর ভিত্তিতেই পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর