১০ বছরে জিডিপি বৃদ্ধির হারে বিশ্বে সেরা বাংলাদেশ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-02 11:00:17

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, 'ব্রিটিশ স্পেক্টেটর ইনডেক্সের তথ্য অনুসারে, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার বিশ্বের সর্বোচ্চ ১৮৮ শতাংশ। এর পরে অবস্থান করছে ইথিওপিয়া ১৮০, চীন ১৭৭ এবং ভারত ১২১।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 'বঙ্গবন্ধু-কেমব্রিজ পলিসি সিমুলেশন ল্যাব' শীর্ষক কর্মশালার জন্য প্রশংসাপত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য অনুসারে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এই বছরের জন্য সর্বোচ্চ এবং এটি ৮ দশমিক ১৩ শতাংশ। আমরা এতে গর্বিত।'

তিনি আরও বলেন, 'আমরা দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা অর্ধেকেরও বেশি কমিয়ে আনতে সফল হয়েছি। চরম দারিদ্র্য ২৫ শতাংশ থেকে প্রায় ১১ শতাংশে নেমে এসেছে। এগুলো সুসংবাদ। তবে এখনো আমরা আত্মতুষ্ট হতে পারি না, কারণ প্রায় ৩৩ মিলিয়ন মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বাস করে।'

এ সম্পর্কিত আরও খবর