নৈতিকতা কে শেখাবে, বাবা, শিক্ষক না রাজনীতিবিদ?

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 13:36:46

আমাদের সন্তানদের নৈতিকতা কে শেখাবে? বাবা-শিক্ষক না রাজনীতিবিদ বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ও বর্তমানে সিআইডি প্রধান শফিকুল ইসলাম।

শনিবার (৭ সেপ্টেম্বর) মিরপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত ‘মাদক, সন্ত্রাস, শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, ইন্টারনেটের অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং এর প্রসঙ্গ তুলে শফিকুল ইসলাম বলেন, আমাদের সন্তানরা শিখবে কোথা থেকে? একজন বাবা সন্তানের পরীক্ষার আগের রাতে ইন্টারনেটে সামনে সারারাত প্রশ্নের জন্য বসে থাকেন। স্কুল-কলেজের শিক্ষক ক্লাস চলাকালীন বলেন, আরো ভালোভাবে বুঝতে চাইলে তার কাছে প্রাইভেট পড়তে হবে। আবার একজন রাজনীতিবিদ মুখে কি বলছেন, আর কাজে কি করছেন। এমন পরিস্থিতিতে সন্তানরা শিখবে কোথায় থেকে?

তিনি বলেন, আগে আমাদের মধ্যে নৈতিকতা আনতে হবে। আর সেই নৈতিকতাই সন্তানদেরকে শেখাতে হবে। না হলে বিপদ।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে শফিকুল ইসলাম বলেন, মাদক গ্রহণ করে সমাজে কেউ প্রতিষ্ঠিত হতে পারেনি। মাদক মানে ধ্বংস, তাহলে কেন আমরা জীবনটাকে ধ্বংস করব।

একই অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মূল্যবোধের অবক্ষয়ের জন্যই আজ তরুণ সমাজ বিপথে যাচ্ছে। এই দায় কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকরা এড়াতে পারেন না। শিক্ষাই শক্ত হাতিয়ার। শিক্ষার মাধ্যমেই বিপথগামী এই তরুণদের দেশের কাজে, নিজেকে গড়ার কাজে লাগাতে হবে। না হলে দেশ পথ হারাবে।

এ সম্পর্কিত আরও খবর