বসুন্ধরা সিটি শপিংমলে ২৫ লাখ টাকার ফোন জব্দ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 16:26:08

 

রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার মোবাইল ফোন জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ আগস্ট) র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহযোগীতা করে র‍্যাব-২।

অভিযানের বিষয়ে র‍্যাব-২ এর অতিরিক্ত এসপি মো.জায়েদ শাহরিয়ার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘বসুন্ধরা সিটি শপিংমলের দোকানগুলোতে অবৈধ মোবাইল ফোন বিক্রি হচ্ছে বলে আমাদের কাছে গোপন সংবাদ ছিল। সেই সংবাদের ভিত্তিতে আজ (সোমবার) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি দোকান থেকে বিভিন্ন কোম্পানির ৬৮টি অবৈধ মোবাইল ফোন আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযানস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পরে আদালতের নির্দেশে ৬৮টি মোবাইল ফোন বা ২৫ লাখ টাকার ফোন জব্দ করা হয়েছে। এছাড়া তিন দোকানের বিরুদ্ধে নিয়মিত মামলাও করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর