'আইনের ভয়ে নয়, পরিবারের কাছে ফিরতে হেলমেট পরুন'

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 01:23:46

আইনের ভয়ে নয়, নিজের সন্তান-পরিবারের কাছে ফিরতে হেলমেট ব্যবহার করুন বলে মন্তব্য করেছেন রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিনভর রংপুর শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে মোটরসাইকেল চালকদের নিরাপত্তামূলক ট্রাফিক সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণ করে তিনি একথা বলেন।

বিপ্লব কুমার সরকার মোটরসাইকেল চালকদের উদ্দেশ্য বলেন, ট্রাফিক আইন মান্য করা, শুধু আইন মান্য করা নয়। জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। মোটরসাইকেল চালিয়ে যখন বাড়ির বাইরে বের হবেন, তখন নিজে ও সহযাত্রীর হেলমেট ব্যবহারে নিশ্চিত হন।

তাছাড়া গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলুন। কোনোভাবেই স্ত্রী-সন্তান নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাবেন না।

এসপি আরও বলেন, আপনারা ভুলেও ভুলে যাবেন না, বাড়িতে আপনার জন্য কেউ না কেউ অপেক্ষা করছে। নিজে বাঁচুন পরিবার ও আত্মীয়-স্বজনকে আনন্দে রাখুন।

রংপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত নিয়মিত ট্রাফিক সচেতনতামূলক এ কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

এ সম্পর্কিত আরও খবর