পবিত্র আশুরায় নাশকতার পরিকল্পনা, ৩ জঙ্গি আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 06:40:20

পবিত্র আশুরাকে সামনে রেখে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে হত্যার পরিকল্পনা করায় আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।

আটক জঙ্গিরা হলেন-মো. রাসেল (২২), জুয়েল মাহমুদ ওরফে ইমাম মাহমুদ (২৬) ও আবু জাফর (৩৬)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. মাহিদুজ্জামান জানান, নাশকতার উদ্দেশে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্য রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরে একত্রিত হয়েছেন এমন খবর পেয়ে এন্টি টেররিজম ইউনিটের একটি দল উত্তরা সাত নম্বর সেক্টরের বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির সিম কার্ড ও বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড জব্দ করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, 'গাজোয়াতুল হিন্দ' নামে একটি গ্রুপের সক্রিয় সদস্য তারা। এ গ্রুপের মাধ্যমে তারা 'গাজোয়াতুল হিন্দ' প্রতিষ্ঠার জন্য তহবিল সংগ্রহ করে আসছিলেন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ আসছিলেন তারা।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, 'গাজোয়াতুল হিন্দ' নামে একটি গ্রুপের সক্রিয় সদস্য তারা। এ গ্রুপের মাধ্যমে তারা 'গাজোয়াতুল হিন্দ' প্রতিষ্ঠার জন্য তহবিল সংগ্রহ করে আসছিলেন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ আসছিলেন তারা।

তিনি আরো জানান, পবিত্র আশুরায় জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করার জন্য হত্যার পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করতে উত্তরায় একত্রিত হয়েছিলেন তারা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর