ক্যামেরার চোখে তাজিয়া মিছিল

, জাতীয়

ফটো ও স্টোরি - সুমন শেখ, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 11:54:14

হিজরির সাল অনুসারে ১০ মহররম তথা আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন। পবিত্র আশুরা উপলক্ষে কারবালা স্মরণে তাজিয়া মিছিল করে শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা।

তাজিয়া মিছিলের আগে হোসেনি দালানে মানত করছেন শিয়া মুসলমানরা।

মিছিলে অংশ নেওয়ার জন্য মা তার সন্তানকে পোশাক পরিধান করাতে ব্যস্ত।

তাজিয়া মিছিলের ঘিরে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েতন করা হয়। মিছিল সাজানো হয়েছে কারবালার শোকের নানা প্রতিকৃতি দিয়ে।

মিছিলে দুটি ঘোড়ার মধ্যে একটিকে রং দিয়ে রক্তের রূপ দেওয়া হয়েছে।কারবালার ময়দানে ইমাম হোসনের ঘোড়াটিও ছিল রক্তাক্ত।

কারবালার রক্তাক্ত স্মৃতির স্মরণে মিছিলে অংশগ্রহণকারীরা সাধারণত নিজের দেহে ব্লেড দিয়ে আঘাত করে রক্ত ঝরিয়ে মাতম করেন।

অন্যদিকে 'দুলদুল' নামের সুসজ্জিত ঘোড়াটির পায় দুধ দিয়ে ভিজিয়ে দেয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর