বরিশালে ৬১৩ মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-30 21:14:10

আর কিছু দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ বছর বরিশাল মহানগর ও জেলা জুড়ে মোট ৬১৩টি দুর্গা মণ্ডপে পূজা উদযাপিত হবে।

এখন মণ্ডপগুলোতে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। মাটির অবয়বের কাজ শেষে শুরু হবে রঙ তুলির আঁচড়ে অলংকরণ, সাজানোর কাজ। তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বরিশালের মৃৎ শিল্পীরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বরিশাল নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রাখাল চন্দ্র দে জানান, বিগত বছরগুলোর মতো এবারো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এ বছর বরিশাল জেলার ১০ উপজেলায় ৫৭২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আগৈলঝাড়া উপজেলায় ১৫১টি, গৌরনদীতে ৮০টি, উজিরপুরে ১১২টি, বানারীপাড়ায় ৬০টি, বাবুগঞ্জে ২৩টি, মুলাদীতে ১৩টি, হিজলায় ১৪টি, মেহেদীগঞ্জে ২৪টি, বরিশাল সদরে ২২টি ও বাকেরগঞ্জ উপজেলায় ৭৪টি মণ্ডপ রয়েছে। এছাড়াও বরিশাল মহানগরীতে রয়েছে ৪১টি মণ্ডপ।

বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, পূজা মণ্ডপগুলোকে গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ ক্যাটাগরি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে। উৎসবকে ঘিরে পূজা উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক ও আনসার সদস্য ছাড়াও ৯২৪ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

এ সম্পর্কিত আরও খবর