মোহাম্মদপুরের দুই ক্লিনিককে ৯ লাখ টাকা জরিমানা 

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 11:50:03

রাজধানী মোহাম্মদপুর এলাকায় লাইসেন্স ব্যতীত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ক্লিনিককে ৯ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আলম ও মোহাম্মদ আনিছুর রহমান। বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-২ এর মেজর মোহাম্মদ আলী।

র‍্যাব-২ সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের নিউ মেডিকম মেডিকেল সার্ভিস এবং ইউরো বাংলা হার্ট হাসপাতালে অভিযান চালিয়ে ৯ লাখ টাকার জরিমানা ও এর সঙ্গে জড়িত থাকায় ২ জনকে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের এই ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আলম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'ওই দুইটি ক্লিনিকে লাইন্সেন্স ছিল না। পাশাপাশি তারা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিল। নিউ মেডিকম মেডিকেল সার্ভিসকে ৫০ হাজার টাকা জরিমানা ও ইউরো বাংলা হার্ট হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই হাসপাতালের দুইজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর