এডিস নির্মূলে ২য় দফায় চিরুনি অভিযান ১৫ সেপ্টেম্বর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 10:02:20

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা নির্মূলে দ্বিতীয় দফায় চিরুনি অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) থেকে এ অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদপুর হুমায়ুন রোড সংলগ্ন মাঠের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চিরুনি অভিযানে অসহযোগিতা করলে আইনগত ব্যবস্থা

মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেসব মাঠ বেদখলকৃত আছে এবং খেলার অযোগ্য অবস্থায় আছে, সেসব মাঠগুলো পুনরায় খেলার যোগ্য করে তুলতে হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন পর্যায়ক্রমে সকলের সহযোগিতায় এই ধরনের ২৪টি মাঠকে উদ্ধার করবে।’

তিনি আরও বলেন, ‘যুবসমাজকে ঘর থেকে বের করার জন্য, মাদকমুক্ত করার জন্য এবং সন্ত্রাসমুক্ত করার জন্য মাঠের কোনো বিকল্প নাই। সবাইকে ঘর থেকে বেরিয়ে মাঠে আসতে হবে।’

এলাকাবাসীকে অনুরোধ করে মেয়র আতিকুল বলেন, ‘আপনাদের জন্য আমরা আধুনিক মাঠ করে দেব। এই মাঠে থাকবে জিমনেসিয়াম, বাথরুম, খেলার মাঠ। এটি যথাযথ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের। রক্ষণাবেক্ষণের জন্য একটি কমিটি করা হবে।’

মাঠের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমানসহ অনেকেই।

এ সম্পর্কিত আরও খবর