বঙ্গোপসাগরে কয়লাবাহী জাহাজডুবি

বিবিধ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 21:35:33

বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাসক্ষেত্রের কাছে এক হাজার ১০০ টন কয়লাসহ একটি লাইটার জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জাহাজের ১২ জন ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) এম হামিদুল ইসলাম।

জাহাজের ওয়াটার ট্রান্সপোর্ট সেলের একজন কর্মকর্তা জানান, হেরা পর্বত-৮ নামের জাহাজটি সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরে ডুবে যায়।

জানা যায়, বন্দরের বহিঃনোঙ্গরে কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল হেরা পর্বত-৮। সাগরে থাকা অবস্থাতেই এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার সাইফুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘সকালে জাহাজডুবির ঘটনায় ১২ ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর তিনটি জাহাজ ও কোস্টগার্ডের দুটি জাহাজ উদ্ধার অভিযান চালিয়ে তাদেরকে চট্টগ্রামে আনা হচ্ছে। কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর