রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-22 03:17:53

 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর রওশন আরা (৫৫) নামের ওই নারীকে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছিল।

তার স্বামীর নাম মোসলেম উদ্দিন। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস শনিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৮ সেপ্টেম্বর রওশনা আরা নামের ওই নারী ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে ১০ সেপ্টেম্বর তাকে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায় ১২ সেপ্টেম্বর সকালে তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ১০টা ১০মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালেই রয়েছে।

এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হলো।

এর আগে গত ১২ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে রামেক হাসপাতালে স্থানান্তর হয়ে আসার পর আবদুল মালেক নামের একজন ডেঙ্গু রোগীর মৃত্যুর হয়।

তিনি রাজধানী ঢাকায় আক্রান্ত হয়েছিলেন। এরপর গত ৯ সেপ্টেম্বর শাপলা বেগম নামের এক নারী ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনিও আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর