বরিশালে বজ্রপাত রোধে লক্ষাধিক তালবীজ বপন করা হবে

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-26 09:05:58

প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বজ্রপাত রোধ আর জলবায়ুর বিরূপ পরিবর্তন মোকাবিলায় বরিশাল জেলা জুড়ে এক লাখ তালবীজ বপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) লাকুটিয়ার বাবুর (জমিদার) বাড়ি সংলগ্ন সড়কের পাশে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এ সময় বরিশাল জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হরিদাস শিকারী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তালের বীজ বপনের কর্মসূচি বরিশাল জেলায় বাস্তবায়ন করছেন জেলা প্রশাসন। বরিশালের ১০ উপজেলায় পর্যায়ক্রমে প্রায় এক লাখ তালবীজ বহন করবেন উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও উন্নয়নকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর