সেবা নিশ্চিত করতে প্রয়োজনে আমি থানায় বসব: ডিএমপি কমিশনার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 08:11:23

সদ্য দায়িত্ব গ্রহণ করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, নিরাপরাধ কেউ থানা পুলিশের হয়রানির শিকার হবেন না। আমি যদি থানা পুলিশকে এটা বোঝাতে ব্যর্থ হই, আমার সিনিয়র অফিসারদের থানায় বসাব। তাতেও যদি না হয়, প্রয়োজনে আমি থানায় বসে মানুষের সেবা নিশ্চিত করব।

রোববার (১৫ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্যা প্রেসে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘থানা পুলিশের সেবা নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করব। মানুষ যেন থানা থেকে বের হয়ে নিশ্চিত হতে পারেন, তিনি ন্যায় বিচার পাবেন। আমি ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ডেকে বলেছি, সাধারণ ডায়েরি (জিডি), মামলা করতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন। কেউ হয়রানির শিকার হবেন না বলে আমাকে আশ্বস্ত করেছেন ওসিরা।’

‘কোন পুলিশ সদস্য বা কর্মকর্তা যদি কারো সঙ্গে দুর্ব্যবহার করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অন্যায় আচরণ করলে কাউকে রক্ষা করবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ,’ যোগ করেন তিনি।

জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গিদের আদর্শ অনেকটা কঠিন আদর্শ। আমরা বাড়ি বাড়ি গিয়ে, স্কুল-কলেজ-মাদরাসায় গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। জঙ্গিবাদে কেউ যেন নতুন করে না জড়ান। আর যারা জড়িয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।’

উল্লেখ্য, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সংবাদ সম্মেলন।

এ সম্পর্কিত আরও খবর