ময়মনসিংহে লাইনচ্যুত বগি উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-31 18:29:49

ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় লাইনচ্যুত আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। এতে এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে উদ্ধার কাজ সম্পন্ন হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যে স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল সেটি লোকোশেড এলাকার কাছে ছিল। তাই সাথে সাথেই হাইড্রোলিক টুল ভ্যান গিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। পরে ট্রেনটি স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও খবর