রোহিঙ্গাদের ফেরাতে নিউজিল্যান্ডকে চাপ দেওয়ার আহ্বান

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 16:56:39

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ দিতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের অনাবাসী হাইকমিশনার জোয়ানা কেম্পেকারস পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।

হাইকমিশনার বাস্তুচ্যুত মানুষদের উদারভাবে গ্রহণ ও সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি সম্মান প্রকাশ করেন। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড বাস্তুচ্যুত মানুষদের মানবিক সহায়তার জন্য ১৮ মিলিয়ন ডলার সরবরাহ করেছে। রোহিঙ্গা সঙ্কট সমাধানের সূত্র নিহিত রয়েছে তাদের নিজ দেশে প্রত্যাবাসনের মধ্য দিয়েই।’

হাইকমিশনার আরও বলেন, ‘ব্যবসায় উন্নতি করতে নিউজিল্যান্ড বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করবে। নিউজিল্যান্ড ব্যবসার সহজলভ্যতায় ১৯০টি অর্থনীতির মধ্যে শীর্ষে রয়েছে। ওয়েলিংটন আরও বেশি বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করবে।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৯ সাল থেকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৮৮ শতাংশ বৃদ্ধি হয়েছে।’

জোয়ানা কেম্পেকারস সাম্প্রতিক বছরগুলোতে মাতৃ ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস, দারিদ্র্য বিমোচনে এবং টেকসই উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি অর্থনৈতিকভাবে বাংলাদেশের সঙ্গে আরও যুক্ত হওয়ার জন্য নিউজিল্যান্ডের গভীর আগ্রহ প্রকাশ করেন।

ড. মোমেন হাইকমিশনারকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে বাণিজ্য ব্যবধান হ্রাস করার জন্য অনুরোধ করেন, যা নিউজিল্যান্ডের পক্ষে রয়েছে।

জোয়ানা বলেন, ‘এই বছরের নভেম্বরে বাংলাদেশ থেকে ব্যবসায়ী প্রতিনিধিদের আশা করছে নিউজিল্যান্ড। যেখানে দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও অনুসন্ধান করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর