অন্যায় প্রমাণ হলে জাবি উপাচার্যের বিরুদ্ধেও ব্যবস্থা: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 18:17:02

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়মের যে অভিযোগ উঠেছে, প্রমাণ পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

জাহাঙ্গীরনগর উপাচার্যের করা চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পদচ্যুত করা হয়।

এদিকে ছাত্রলীগের দুই শীর্ষ নেতা অপসারণের পর উপাচার্যেরও অপসারণের দাবি তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভিসি যদি অন্যায় করে থাকে। সেটা যদি তদন্ত করে প্রমাণ হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনিও আইনের ঊর্ধ্বে নন।

কাদের বলেন, মির্জা ফখরুল তো সবার পদত্যাগ দাবি করছেন। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। বিএনপি নিজেরা বলে একটা করে আরেকটা। তারা নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করে না। নিজের দলের যখন গণতন্ত্রের সংকট, তারা দেশের গণতন্ত্র নিয়ে যখন কথা বলে, তখন সাধারণ মানুষ বিষয়টিকে হাস্যকরই মনে করবে।

 

এ সম্পর্কিত আরও খবর