বরিশালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৫২০৯, মৃত্যু ১৩

বরিশাল, জাতীয়

জহির রায়হান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-29 09:39:03

বরিশাল বিভাগের ছয় জেলা জুড়ে কমতে শুরু করেছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। একই সঙ্গে সরকারি ও ব্যক্তি মালিকানা হাসপাতালগুলোতে কমছে ভর্তি রোগীর সংখ্যা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৯৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৭ জন রোগী।

বরিশাল স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, চলতি বছরের ১ জুলাই ১৭ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত বিভাগে ছয় জেলায় মোট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল পাচঁ হাজার ২০৯ জন রোগী। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ১৩ জন। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন রোগী।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল বার্তাটোয়েন্টিফোর.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি ও ব্যক্তি মালিকানা হাসপাতালের ভর্তির হিসেব অনুযায়ী বরিশাল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৫৯৭ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছে ছয়জন, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৮৫ জন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দুই জন ডেঙ্গু রোগী।

পটুয়াখালী জেলায় ৫৪৬ জন রোগীর মধ্যে চিকিৎসাধীন ১৮ জন, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫২৮ জন। ভোলা জেলায় ৫৪০ জন রোগীর মধ্যে চিকিৎসাধীন রয়েছে ২৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫১৫ জন। পিরোজপুর জেলায় ৬৮৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে চিকিৎসাধীন ২২ জন, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৬২ জন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক জন। বরগুনা জেলায় ৪৪৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে চিকিৎসাধীন ২২ জন, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২৪ জন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দু’জন। ঝালকাঠী জেলায় ১০৭ জন ডেঙ্গু রোগীর মধ্যে চিকিৎসাধীন ছয়জন, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১০১ জন।

এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল ২২৯৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৯৭ জন, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২১৯০ জন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আট জন।

এ সম্পর্কিত আরও খবর