জেলা প্রশাসকের স্ত্রী পরিচয়ে সরকারি দফতরে অর্থ দাবি

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-24 18:16:17

খুলনার জেলা প্রশাসক (ডিসি) হেলাল হোসেনের স্ত্রী পরিচয়ে সরকারি দফতরে অর্থ দাবি করেছেন এক নারী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক হেলাল হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি এই বিষয়ে জানান, গত কয়েকদিন ধরে আমার স্ত্রী পরিচয়ে জেলা প্রশাসনের দফতরে অর্থ দাবি করার ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার আমার গোপনীয় সহকারী (সিএ) হুমায়ুন কবিরকে মোবাইল ফোনে বিকাশ করে অর্থ পাঠাতে বলেছে ওই নারী। তবে তা আমার কাছে গোপন রাখতে বলা হয়। এটা প্রতারণার নতুন কৌশল। যে দুটি মোবাইল নম্বর দিয়ে অর্থ দাবি করা হয়েছে সে নম্বর দুইটি পুলিশের কাছে দেওয়া হয়েছে। নাম্বার দু'টি ট্র্যাকিং করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সহকারী (সিএ) হুমায়ুন কবির জানান, গতমাসেও ওই নারী ডিসি স্যারের স্ত্রী পরিচয়ে কল করেছিলেন। আমি তার নাম জানতে চাইলে সে বলেন, আমি তোমাদের ডিসি স্যারের মিসেস। এই বলে সে পাঁচ হাজার টাকা চায়।’

এ সম্পর্কিত আরও খবর