এসডিজি অর্জনে সহযোগী দেশগুলোর সহযোগিতা দরকার

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-07 04:38:24

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহযোগী দেশগুলোর সহযোগিতা দরকার। কেউ পিছিয়ে থাকবে না। উন্নয়নে অংশীদাররা পর্যাপ্ত অর্থ না দিলে সরকারের পক্ষে এসডিজি অর্জন সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ‘এসডিজি এবং বাংলাদেশ’ বিষয়ক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ জন্য বেসরকারি খাতের সহযোগিতার পাশাপাশি সবার সম্পৃক্ততা দরকার। ২০৩০ সালের মধ্যে ১৭টি লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ১৬টি মন্ত্রণালয়ের কমিটি গঠন করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পার্টনারশিপ না হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব না। কারণ, এগুলো অর্জন করতে গেলে অনেক টাকার প্রয়োজন। প্রতিবছর বাড়তি ৫ থেকে ১১ বিলিয়ন ডলার লাগবে। এতো টাকা আমরা পাব কোথা থেকে, যদি সহযোগী দেশগুলো সহযোগীতা না করে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ এমডিজি’র প্রায় সকল ধাপ সফলভাবে অতিক্রম করেছে যা এসডিজি অর্জনে সহযোগী করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সব টার্গেট খুব ঘনিষ্ঠভাবে লক্ষ্য রাখছে। এ জন্য বেশ কয়েকটি কমিটি কাজ করছে। জাতিসংঘের সংস্কারে জাতিসংঘ মহাসচিবের উদ্যেগকে বাংলাদেশ সমর্থন দিয়ে যাচ্ছে।’

ইউএন ও এফপি’র আঞ্চলিক পরিচালকবজর্ন অ্যান্ডারসন বলেন, ‘বাংলাদেশ ও জাতিসংঘ বহু বছর ধরে একে অন্যকে সহযোগিতা করে যাচ্ছে। এ যাত্রা অব্যহত থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর