চাকা ভাঁজ না হওয়ায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 18:27:43

উড়োজাহাজের চাকা ভাঁজ না হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ১৪৩ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর তা পুনরায় বিমানবন্দরে ফিরে আসে।

বিমান সূত্রে জানা গেছে, উড়োজাহাজ উড্ডয়নের পর এর চাকা ভাঁজ হয়ে ভেতরে ঢুকে যায়, এটাই নিয়ম। কিন্তু বোয়িং ৭৩৭ আকাশে ওড়ার পর এর চাকা ভাঁজ হচ্ছিল না। বিষয়টি নজরে আসায় পাইলট ১০ মিনিটের মধ্যেই শাহজালালে জরুরি অবতরণের অনুমতি চান। এর পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করে। পাইলট শেষ পর্যন্ত সব যাত্রী নিয়ে নিরাপদে উড়োজাহাজটি অবতরণ করাতে সক্ষম হন। পরে বেলা ১১টার দিকে অন্য আরেকটি ফ্লাইটে ওই ১৪৩ জন যাত্রীকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও খবর