ময়মনসিংহে মাদকবিরোধী সাইকেল র‌্যালি শুক্রবার

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-28 11:21:31

দেশের তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে ঢাকা, খুলনা ও সিলেটের পর এবার ময়মনসিংহে মাদকবিরোধী সাইকেল র‌্যালি করবে আন্তর্জাতিক সেবা সংগঠন ‘ঢাকা রাউন্ড টেবিল’।

‘মাদককে না বলুন' এ স্লোগানে শুক্রবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় এ র‌্যালিতে অংশ নেবেন ৪০০ সাইক্লিস্ট। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা রাউন্ড টেবিলের চেয়ারম্যান সিফাত উদ্দিন বেগ।

তিনি জানান, শুক্রবার সকাল ৯টায় ময়মনসিংহ সার্কিট হাউজের সামনে থেকে র‌্যালির কার্যক্রম শুরু হবে। র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন উপস্থিত থাকবেন। র‌্যালিতে চারটি সাইক্লিস্ট গ্রুপ-বাকৃবি সাইক্লিস্ট, ময়মনসিংহ সাইক্লিস্ট, ময়মনসিংহ স্টার বয়েজ ও ওমেন সাইক্লিং ক্লাব অংশগ্রহণ করবে। র‌্যালিটি নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হেলিপ্যাড মাঠে গিয়ে শেষ হবে। এ আয়োজনের সহযোগিতায় রয়েছে দুরন্ত বাইসাইকেল এবং সহযোগী আয়োজক বিডি ক্লিন ময়মনসিংহ ও এ কে এম ফজলুল হক মেমোরিয়াল ফাউন্ডেশন।

সিফাত উদ্দিন বেগ আরো বলেন, ‘সমাজের প্রতিটি সুস্থ মানুষকে দেশের প্রতিটি ইতিবাচক কার্যক্রম এগিয়ে নেওয়ার চিন্তা করতে হবে। মাদকমুক্ত দেশ গড়তে শুধু সরকারি প্রচেষ্টাই যথেষ্ট নয়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সংশ্লিষ্টতা ও ঐকান্তিক সহযোগিতা অপরিহার্য।’

মাদকবিরোধী সাইকেল র‌্যালির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা রাউন্ড টেবিলের ফাউন্ডার সেক্রেটারি রবিউল ইসলাম, সদস্য ফাহদ ইসলাম চৌধুরী, সাইকেল র‌্যালির ময়মনসিংহ সমন্বয়ক ও বিডি ক্লিন ময়মনসিংহর বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, এ কে এম ফজলুল হক মেমোরিয়াল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ চেয়ারপার্সন এ এম এম এনামুল হক মামুন, বাকৃবি করেসপন্ডেন্ট ইভেন্ট ম্যানেজার বাউ সাইক্লিস্ট অরণ্য সাদেকুর রহমান, প্রাণ-আরএফএলের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) চৌধুরী ফজলে আকবর, দুরন্ত বাইসাইকেল আর এফ এলের ব্র্যান্ড ম্যানেজার এ এম রকিবুল ইসলাম।

মাদকবিরোধী এ আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের প্রথম ও জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তাটোয়েন্টিফোর.কম।

এ সম্পর্কিত আরও খবর