শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 08:54:41

শিক্ষার্থীদের নানান সমস্যার কথা তুলে ধরে সরকারকে সহযোগিতা করতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গেলে এ নির্দেশনা দেওয়া হয়। 

প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে উপস্থিত থাকা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এ কথা জানান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জয়-লেখক

ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নানা সমস্যার কথা তুলে ধরতে ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করতে বলা হয়েছে।’

আব্দুর রহমান বলেন, ‘ছাত্রলীগের গৌরবময় উজ্জ্বল ইতিহাস রয়েছে। সুতরাং সে জায়গা ধরে রেখে সততা ও স্বচ্ছতার সঙ্গে, দক্ষতার সঙ্গে, ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে ছাত্রলীগ পথ চলতে পারে এমন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক, ছবি: সংগৃৃহীত

 

তিনি বলেন, ‘একটি আধুনিক পাবলিক লাইব্রেরি তৈরি এবং টিএসসিকে সংস্কার করে একটি অডিটোরিয়াম নির্মাণের কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশে তৈরিতে ছাত্রলীগ স্বচ্ছতার সাথে সরকারকে সহযোগিতা করবে। এমন নির্দেশনা দিয়েছেন তিনি।’

যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠাতা পাওয়ার জন্য ছাত্রলীগকে জনগণের কাছাকাছি যেতে হবে। কোনোভাবেই দেশবাসীর কাছে ছাত্রলীগ যেন জঞ্জাল-ঝঞ্জাটের বোঝা না হয়। মানুষ যেন তাদেরকে গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তির সহযোগী সংগঠক হিসেবে বিবেচনা করতে পরে।’

এক প্রশ্নের জবাবে আব্দুর রহমান জানান, ভারপ্রাপ্ত হলেও তারা সাংগঠনিকভাবে সকল সিদ্ধান্ত নিতে পারবেন। শুধু সংগঠনের ক্ষতি হবে, দুর্নাম হবে এমন কোনো কাজ করতে পারবে না।

প্রসঙ্গত, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে রেজওয়ানুল হক শোভন ও গোলাম রাব্বানীর পদত্যাগের পর আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

এ সম্পর্কিত আরও খবর