জালটাবের কমিটি পুনর্নির্বাচিত

বিবিধ, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 18:04:39

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতির (জালটাব) সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম ও সাধারণ সম্পাদক পদে কোকোরোযাশি জাপানিজ ল্যাংগুয়েজ এবং কালচার সেন্টারের কুনিয়াকি ওকাবায়াশি পুনর্নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সংগঠনের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটিকে নির্বাচিত ঘোষণা করা হয়। ২০২২ সালের মার্চ পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাসাও কোজিমা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব) ২০১৯ সালে জাপান ফাউন্ডেশনের সাকুরা নেটওয়ার্কের সদস্যপদ লাভ করেছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জাপান ফাউন্ডেশন সারা বিশ্বে জাপানি ভাষা ও সংস্কৃতির প্রসারে কাজ করে।

কোনো দেশ বা অঞ্চলের জাপানি ভাষা ও সংস্কৃতির বিস্তারে অন্যতম প্রধান প্রতিষ্ঠানকে সাকুরা নেটওয়ার্কের এই সম্মানজনক সদস্যপদ প্রদান করা হয়ে থাকে। জালটাব বাংলাদেশ থেকে সর্বপ্রথম সাকুরা নেটওয়ার্কের সদস্যপদ লাভের গৌরব অর্জন করল।

২০১৬ সালের ১ এপ্রিল যাত্রা শুরু করে জালটাব।

এ সম্পর্কিত আরও খবর