বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-27 23:28:29

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পারভীন আক্তার (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত পারভীন বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের মো. ফাইজুল হকের স্ত্রী। বিষয়টি শুক্রবার রাতে বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেন শেবাচিম হাসপাতাল পরিচালক ডাক্তার মো বাকির হোসেন।

এ সময় তিনি জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে আশঙ্কাজনক অবস্থায় পারভীন শেবাচিমে ভর্তি করে তার স্বজনরা। পরে তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ নিয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২১ জন। একই সময়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছে ২৩ জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৮০জন রোগী।

চলতি বছরের গত ১৬ জুলাই থেকে শুক্রবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত শেবা‌চিমে ভর্তি হয়েছে ২ হাজার ৩৫২জন ডেঙ্গু রোগী। আর চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৬৩ জন।

এ সম্পর্কিত আরও খবর