ফিরোজের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 17:18:07

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২।শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা দু’টি করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লতিফ জানান, শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে র‍্যাব-২ বাদী হয়ে দু’টি মামলা করেছে। একটি মাদক ও অপরটি অস্ত্র আইনে।

আরো পড়ুন: কলাবাগানে অবৈধ অস্ত্র ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাবাগান ক্রীড়া চক্রে অভিযান চালিয়ে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে আটক করে র‍্যাব-২ এর একটি দল। এ সময় সেখান থেকে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

আরো পড়ুন: কলাবাগানে অভিযান, কৃষক লীগ নেতা ফিরোজসহ আটক ৫

উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন শফিকুল ফিরোজ। তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য।

এ সম্পর্কিত আরও খবর