ঢাকায় বসবাসকারী মইজদীপুরবাসীর ইফতার

, জাতীয়

সিনিয়র করেসপেন্ডন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 13:04:33

ঢাকা: রমজানে দেশব্যাপী চলছে ইফতার পার্টি। কখনো জেলা সমিতি, কখনো উপজেলা সমিতি। আবার কখনো কর্পোরেট ইফতার। এছাড়া হরহামেশা হচ্ছে রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের ইফতার পার্টি।

তবে এসবের বাইরে শুক্রবার (৮ জুন) রাজধানীর রমনা পার্কের সবুজ চত্বরে মিলনমেলা ও ইফতার আড্ডায় মিলিত হয় ঢাকায় অবস্থানরত সেনবাগের মইজদীপুর গ্রামের অধিবাসীরা। ব্যতিক্রমী এ আয়োজনে অংশ নেয় গ্রামের সকল স্তরের মানুষ। দলমত-নির্বিশেষে এ আয়োজন ছিল সৌহার্দপূর্ণ, স্মৃতিমূখী।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাছের টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল হোসেন, সাবেক জেলা জজ মোহাম্মদ ইয়াসিন, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হক, ঢাকাস্থ নোয়াখালী সমিতির সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, রাজনৈতিক নেতা এডভোকেট জাকির হোসেন জুয়েল,  আজাদ হোসেন,   সালাহ উদ্দীন, ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী, মো. ওমর ফারুক, তোফাজ্জল হোসেন. সোহরাব হোসেন সুমন প্রমুখ।

জীবন জীবিকার প্রয়োজনে শহরে বাস করলেও পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি গ্রামের উন্নয়নে সাধ্যমত অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত বক্তরা। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মোস্তফা।

 

এ সম্পর্কিত আরও খবর