রাজধানীর পাশাপাশি এবার চট্টগ্রামের বিখ্যাত তিন স্পোর্টিং ক্লাবে র্যাবের অভিযান চলছে। র্যাব দাবি করছে, ক্যাসিনো ও জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় ওই ক্লাব গুলোতে অভিযান পরিচালিত হচ্ছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাসেম।
সারোয়ার বিন কাশেম জানান, চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, আবাহনী স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবে অভিযান চলছে। সন্ধ্যা সাড়ে ৭ টায়, র্যাব ৭ এর একটি টিম, একসঙ্গে ৩টি ক্লাবে অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, প্রথমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অভিযান শুরু হয়। এখানে আমরা কাউকে পাইনি। তবে ক্যাসিনো ও জুয়ার সরঞ্জাম পেয়েছি। সেগুলো যাছাই-বাছাই চলছে, এরপরে আমরা আবাহনী স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবে অভিযান চালাব।