সংবাদপত্রের মূল কাজ সত্য প্রকাশ করা: আরেফিন সিদ্দিক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 06:05:48

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, 'পৃথিবীতে যত কাজ আছে তার মধ্যে সব থেকে কঠিন কাজ হচ্ছে সত্য প্রকাশ করা। আর সত্য প্রকাশ করা একটি সংবাদপত্রের মূল কাজ।'

রোববার ( ২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে 'দৈনিক বায়ান্ন'র লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরেফিন সিদ্দিক বলেন, 'বর্তমানে অনেকে সত্যের আবরণে কথাগুলো বিভিন্নভাবে ঘুরিয়ে বলার চেষ্টা করছেন। সত্যকে বিকৃত করার চেষ্টা চালাচ্ছেন। তবুও সত্য প্রকাশের জন্য পৃথিবীতে প্রতিদিন মানুষ নিজের জীবন উৎসর্গ করছেন। তারপরও মানুষ আপস করছেন না।'

সাবেক এ উপাচার্য বলেন, 'গণমাধ্যমের ইতিহাস প্রায় ৫০০ বছরের প্রাচীন। ৫০০ বছর ধরে পত্রিকা টিকে আছে। এ সময় রেডিও এসেছে, টেলিভিশন এসেছে, চলচ্চিত্র এসেছে। কিন্তু পত্রিকা টিকে আছে। দিন দিন প্রতিযোগিতা বাড়বে তবে পত্রিকা টিকে থাকবে। এজন্য পত্রিকার সঙ্গে আমাদের যোগাযোগ বাড়াতে হবে।'

কবির হোসেন সিদ্দিকের সম্পাদনায় আগামী ১৫ অক্টোবর 'দৈনিক বায়ান্ন'র আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

এ সম্পর্কিত আরও খবর