মোহামেডান ক্লাবে ২ ডজন ডিজিটাল ক্যাসিনো বোর্ড

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 16:33:36

পুরো মোহামেডান ক্লাবের ভেতরে আধুনিক ক্যাসিনোর সরঞ্জামে ভরপুর। এখানে প্রায় দুই ডজন ডিজিটাল ক্যাসিনো বোর্ড রয়েছে। যেখানে প্রতিদিন ২০ লাখেরও বেশি টাকা লেনদেন হতো।

রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুল মোহামেডান ক্লাবে অভিযানে গিয়ে এসব সরঞ্জামের সন্ধান পায় পুলিশ।

অভিযানে দেখা যায়, সেখানে ২০টি ডিজিটাল ক্যাসিনো বোর্ড, ছয়টির মতো এনালগ বোর্ড, ১১টা ওয়াকিটকি, টাকা গণনার ছয়টি মেশিন, মেটাল ডিটেক্টরসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

মোহামেডান ক্লাবে ক্যাসিনো বোর্ড

এছাড়া বেশ কিছু টাকার ভল্ট পাওয়া যায়। যেগুলো ডিজিটাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ করা ছিল। দুই শিফটে ২৪ ঘণ্টাই খেলা হত ক্যাসিনো। যাতে প্রায় পাঁচ শতাধিক খেলোয়াড় অংশ নিত বলে জানা যায়।

উল্লেখ্য, অবৈধ ব্যবসা বন্ধে রাজধানীর মতিঝিলের চার ক্লাবে অভিযান চালায় পুলিশ। মোহামেডান ছাড়াও রাজধানী মতিঝিলে অবস্থিত আরামবাগ, ভিক্টোরিয়া ও দিলকুশা ক্লাবে এই অভিযান চালানো হয়। ক্লাবগুলো থেকে উদ্ধার হওয়া টাকা, মদ, সিসা ও ক্যাসিনো-জুয়ার সামগ্রী জব্দ করা হয়।

আরও পড়ুন: মতিঝিলের চার ক্লাবে মিলল টাকা, মদ, ক্যাসিনো সামগ্রী

এ সম্পর্কিত আরও খবর