ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ

, জাতীয়

‌সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 04:47:49

ঢাকা: ঈদে মা‌ঠে থাকার ঘোষণা দি‌য়ে‌ছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে জোয়ারসাহারায় ১৫টি বাস পুড়ে যাওয়ার ঘটনায়ও দুঃখ প্রকাশ ক‌রেছেন সেতুমন্ত্রী।

এ সময় তিন ‌দি‌নের ম‌ধ্যে ঘটনার তদন্ত প্র‌তি‌বেদন আস‌বে ব‌লেও জানান তিনি।

শ‌নিবার (৯ জুন) সকা‌লে বিআর‌টিএ, সড়ক প্র‌কৌশলী ও মা‌লিক‌দের নি‌য়ে দ্বিতীয় দফায় বৈঠক ক‌রেন তিনি।

মন্ত্রী ব‌লেন, এবার সড়কের অবস্থা বেশ ভালো। ঘরমুখো মানুষের জন্য সড়কপথে কোনো যানজট হবে না। যদি কোনো সমস্যা হয় তবে আমি মা‌ঠে নাম‌বো।  

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) কার্যালয়ে সড়কের নানা পরিস্থিতি তুলে ধরে একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদ উপলক্ষে সড়কপথে ‍যাতায়াতকারী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর বাস টার্মিনালগুলোতে ভিজিলেন্স টিম গঠন করেন তিনি।

সড়কে ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্য সময়ের থেকে এবার সড়কের অবস্থা ভালো, ঈদে সড়কপথে কোনো যানজট হবে না। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের অবস্থা ভালো। ঢাকা-টাঙ্গাইল সড়কে ফোরলেনের কাজ চলছে, ঈদের সামনে এই সড়কের  খোঁড়াখুঁড়ি বন্ধ আছে।

মন্ত্রী বলেন, আপনারা সতর্ক থাকবেন উল্টোপথে যেন কোনো ভিআইপি যাতায়াত করতে না পারে। রং সাইডে কোনো গাড়ি চলবে না।

ভারী যানবাহন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারী যানবাহনও ঈদের তিনদিন বন্ধ থাকবে। ফিটনেসবিহীন গাড়ি হাইওয়েতে চলবে না।

 

এ সম্পর্কিত আরও খবর