‘ভাঙন আতঙ্কে থাকবে না নদী পাড়ের বাসিন্দারা’

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-24 01:31:45

নদী রক্ষায় দ্রুত কাজ শুরু করা হবে। সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়ন হলে নদীর পানির ঢেউ আর পাড়ে লাগবে না। ভাঙন আতঙ্ক নিয়ে নদী পাড়ের বাসিন্দাদের আর নির্ঘুম রাত কাটাতে হবে না।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকেই ভাঙন কবলিত এলাকার ১০০ মিটারের কাজ শুরু করা হবে। এছাড়া ৪ দশমিক ৩ কিলোমিটার বাঁধ নির্মাণ ও এক কিলোমিটার সিসিব্লকসহ ১২ কিলোমিটার নদী ড্রেজিং করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘রাজশাহীর বাঘা-চারঘাট উপজেলার পদ্মা নদীর বাম পাশের তীরে থাকা স্থাপনাসমূহ ও নদী ভাঙন হতে রক্ষা প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যার প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৬৯৯ কোটি টাকা।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নের্তৃত্বে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবেও বাংলাদেশ বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। সরকারের পাশাপাশি নদী তীরবর্তী সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মীসহ সবাইকে নদী দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে তিনি উপজেলার আলাইপুর নাপিতপাড়া, মাধ্যপাড়া ও দক্ষিণপাড়ার নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিম অঞ্চল রাজশাহীর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর