বিশ্বব্যাংকের সঙ্গে বৈরী সম্পর্ক রাখতে চাই না: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-21 22:52:07

সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করতে প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে বৈরী সম্পর্ক রাখতে চাই না। তাদের নতুন প্রপোজালে আমরা সাড়া দিচ্ছি। বাংলাদেশের সঙ্গে তারা কাজ করবে।’

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘সড়ক নিরাপত্তা নিয়ে যা অর্থায়ন করা দরকার তা বিশ্বব্যাংক করবে। জাতিসংঘ তাদের সঙ্গে অর্থায়ন করবে। তারা ভাবছে তিন বছরের মধ্যে এখানে দৃশ্যপটে পরিবর্তন আনতে পারবে। সড়কে যে বিশৃঙ্খলা আছে, কখনো কখনো নাজুক অবস্থা সেখানে তারা দৃশ্যমান পরিবর্তন আনতে চায়, সে লক্ষ্যে তারা কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘ভোমড়া থেকে ঝিনাইদহ ও ঝিনাইদহ থেকে হাটিপুর সড়ক চার লেন করবে ওয়ার্ল্ড ব্যাংক ও জাতিসংঘ। আমরা অ্যাপ্রুভ করলে বিশ্বব্যাংক থেকেও অ্যাপ্রুভ লাগবে। যা যা লাগবে সবকিছু নিয়েই কাজ করব। যে সহায়তা দরকার তা তারা নেবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দল এসেছিল। তারা আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে জানতে চেয়েছে, কিভাবে আমরা প্ল্যান করছি। আমাদের অরিয়েন্টেশন প্রোগ্রামে তারা সহযোগিতা করবেন। তারা দলীয় কাউন্সিলে নারী প্রতিনিধিত্ব আরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছে। এ বিষয়ে আমাদের পরিকল্পনা আছে বলে জানিয়েছি।’

এ সম্পর্কিত আরও খবর