ক্যাসিনোর বৈধতায় উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়নি: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 18:39:32

দেশে ক্যাসিনোর বৈধতা দিতে সরকারেরর উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংক ও ইউনাইটেড নেশনসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিদেশি পর্যটকদের জন্য এক্সক্লুসিভ টুরিস্ট জোনে ক্যাসিনো চালুর বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ক্যাসিনোর বিষয়ে এখনো নজরদারি চলছে। এ সময়ে ক্যাসিনো নীতিমালার মধ্যে এনে চালু করা হবে নাকি একেবারেই বাদ দেওয়া হবে, এ নিয়ে এখনো সরকারের উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিমান পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব কোনো ভাবনা থাকতে পারে, সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে কোনো আলোচনা হয়নি। তাই এ বিষয়ে এ মুহূর্তে কথা বলতে চাই না।’

১০৭ জন নেতার দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেশের বাইরে যাওয়ার ব্যাপারে কতজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা আমি ঠিক জানি না। তবে তারা নজরদারিতে আছে। নজরদারিতে থাকলে তো বিদেশ যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা থাকে। তবে সংখ্যাটা আমি জানি না।’

তিনি বলেন, ‘নজরদারিতে যারা আছেন সবাই আওয়ামী লীগের লোক, বাদ কোথায়। আগে কোন দল ছিল সেটা বলে লাভ নেই। আমি আমার দলে নিলাম কেন। এখন সে আমার দলের পরিচয় ব্যবহার করছে। কাজেই ঘর থেকেই অভিযান শুরু করেছি।’

এ সম্পর্কিত আরও খবর