নিরাপদ খাদ্য ও কৃষি ব্যবস্থাপনা বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভায় খাদ্য ও কৃষি বিষয়ে অভিজ্ঞ ১৯ জন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুল সালাম হলে বাংলাদেশ খবরের আয়োজনে এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
এছাড়া উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন, ড. ফাহ আনসারী ব্যবস্থাপনা পরিচালক এসি আই গ্রুপ, বাংলাদেশ খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভুইয়া, অধ্যাপক ড. খুশিদ জাহান সাবেক পরিচালক খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট ঢাবি, সালেহ আহমেদ চেয়ারম্যান কর্নেল ফাউন্ডেশন, সৈয়দা সারওয়ার জাহান চেয়ারম্যান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কৃষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহজাহান আলী বাদশা।
নিরাপদ খাদ্য ও কৃষি ব্যবস্থাপনা বিষয়ে ভোক্তা, উৎপাদক ও প্রশাসনের কি করণীয় এসব উঠে আসে আলোচকদের আলোচনা থেকে। নিরাপদ খাদ্য ও কৃষি ব্যবস্থাপনার জন্য অন্তরায়, প্রেক্ষাপট ও দুর্বলতার ব্যাপারে কথা বলেন বিভিন্ন পুষ্টি ও কৃষি বিজ্ঞানীগণ।
আলোচনা সভায় সমাপনী বক্তব্যে প্রধান অতিথি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, শুধু নিরাপদ খাদ্য ও কৃষি ব্যবস্থাপনা নয় আমরা পুষ্টিযুক্ত নিরাপদ খাদ্য এবং কৃষি ব্যবস্থাপনা নিয়ে কাজ করবো। প্রয়োজনে বিজ্ঞানী, র্যাব, পুলিশ, বিজিবি, সংবাদমাধ্যম ও অন্যান্য সংশ্লিষ্টদের নিয়ে আলাদা টাস্কফোর্স গঠন করা হবে। এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।