বরিশালে ডেঙ্গু জ্বরে বৃদ্ধার মৃত্যু

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-09-01 11:38:33

বরিশালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সৈয়দ বরু (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পটুয়াখালী সদরের নাজের আলীর স্ত্রী। শেবাচিম হাসপাতালের পরিচালক ডাক্তার মো. বাকির হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মুমূর্ষু অবস্থায় সৈয়দ বরুকে শেবাচিম হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করেন তার স্বজনরা। পরে মঙ্গলবার দুপুরে ওই ওয়ার্ডেই তার মৃত্যু হয়। এনিয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৬ জুলাই থেকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত শেবাচিম হাসপাতালে দুই হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৩৬১ জন। বর্তমানে শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ২৯ জন পুরুষ, ২৩ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর