গডফাদার ধরার অভিযান আ'লীগের বিরুদ্ধে নয়: এইচটি ইমাম

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-25 11:34:33

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, 'বিএনপির সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস ও তারেক জিয়ার সৃষ্ট গডফাদারদের ধরতে চলমান অভিযান। এটি আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। বাংলাদেশ আওয়ামী লীগ স্বচ্ছ-পরিচ্ছন্ন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আমরা সব সময় পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি।'

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে 'গৌরবের অভিযাত্রায় ৭০ বছর, তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ' শীর্ষক এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা বিভিন্ন বিষয়ে অতিথিদের প্রশ্ন করেন, আর অতিথিবৃন্দ সেসব প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, 'পত্র-পত্রিকায় সাতজন ক্যাসিনো ব্যবসায়ীর নাম বেরিয়েছে। তাদের মধ্যে ছয়জনই আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। এরা আওয়ামী লীগের কেউ নয়। ক্যাসিনো ব্যবসায়ীদের শিকড় বিএনপির নেতারা। খোকা, আব্বাস, তারেক ও কোকো তাদের গডফাদার। তাদের হাতে সৃষ্ট এসব গডফাদাররা সুবিধা নিতে কৌশলে আওয়ামী লীগে ঢুকে পড়েছে। আগামী দিনে আওয়ামী লীগ অনুপ্রবেশকারীদের বিষয়ে আরও সজাগ থাকবে।'

এইচটি ইমাম বলেন, 'আজকের তরুণরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। তাই তোমরা যারা দেশকে ভালোবাস, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস কর, তারা কখনো ভুল করবে না। তরুণরাই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।'

তিনি বলেন, 'তরুণরা তারুণ্যদীপ্ত। বঙ্গবন্ধু, নেতাজী সুভাস চন্দ্র বসুর জীবনী পড়লে আমরা জানতে পারি, তারা তরুণ বয়সে নেতৃত্ব দিয়েছেন। তবে চিন্তা-ভাবনা যদি সতেজ হয়, তবে তুমি সব সময় তরুণ।'

তরুণ-তরুণীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, '২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে বলা হয়েছিল, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে। ভবিষ্যতের সেই ডিজিটাল বাংলাদেশ এখন আমরা দেখতে পাচ্ছি।'

অনুষ্ঠানে তরুণ-তরুণীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, 'আমরা প্রথমদিকে অনুপ্রবেশকারীদের বিষয়ে অতটা সাবধান ছিলাম না। কিন্তু পরে দেখা গেল, অনুপ্রবেশকারীরা দলের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি দেশেরও ক্ষতি করছে। বর্তমান অভিযান হঠাৎ সিদ্ধান্তে আসেনি। প্রধানমন্ত্রীর হাতে তথ্যপ্রমাণ আসার পর অভিযান শুরু হয়। দলে অনুপ্রবেশকারীদের ঝেঁটিয়ে বিদায় করে পরিচ্ছন্ন দল গড়ে তোলা হবে।'

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, 'নেতার ওপর দলের ভাবমূর্তি নির্ভর করে। যেমন রাজশাহীতে দলের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তাদের ছাড় দেবেন না।'

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান। অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আগত চার শতাধিক শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা অংশ নেন।

আরও পড়ুন: খোকা-আব্বাস-ফালুর হাত ধরে ঢাকায় ক্যাসিনো: তথ্যমন্ত্রী

এ সম্পর্কিত আরও খবর