দ্রুতগতির ব্যক্তিমালিকানাধীন গাড়ির তালিকা চেয়েছে দুদক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-07-29 21:58:24

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে ২৫০০ সিসি বা এর থেকে বেশি গতির ব্যক্তিমালিকানাধীন গাড়িগুলোর তালিকা চেয়েছে দুদক।

দুর্নীতি দমন কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজের স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যানকে দেওয়া এই চিঠিতে বলা হয়েছে, বিগত পাঁচ বছরে বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ২৫০০ সিসি বা তার বেশি গতি সম্পন্ন ব্যক্তিমালিকানাধীন প্রাইভেট কার বা জিপগাড়ির তালিকা চেয়েছে দুদক।

বিআরটিএকে পাঠানো দুদকের চিঠি

জরুরি ভিত্তিতে আরও যেসব তথ্য চাওয়া হয়েছে সেগুলো হলো, গাড়ির বিবরণ অর্থাৎ ইঞ্জিন নম্বর/চেসিস নম্বর/মডেল, আমদানির সন, গাড়ির প্রকৃতি, রেজিষ্ট্রেশন নম্বর ও তারিখ, গাড়ির মূল্য, ভ্যাটসহ অন্যান্য ট্যাক্স এবং গাড়ির মালিকের নাম ও ঠিকানা চাওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর