গ্রামীণফোনের সঙ্গে ভুল বোঝাবুঝি নিরসন হচ্ছে: অর্থমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 09:58:07

গ্রামীণফোনের সঙ্গে সরকারের ভুল বোঝাবুঝি নিরসন হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, 'আমরা আদালতের বাইরে গ্রামীণফোনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের যে ভুল বোঝাবুঝি ছিল সেটা নিরসনের চেষ্টা করছি। এ বিষয়ে শীঘ্রই ভাল একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।'

বুধবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আলোচনার অগ্রগতির বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, 'দেখুন এটা যখন আমরা শেষ করে ফেলব তখন আপনাদের আমরা অবহিত করব। এই মুহূর্তে গ্রামীণফোনের সঙ্গে কী আলোচনা হয়েছে সেটা এখন আমাদের নিজস্ব সম্পত্তি। এটা এখন আপনাদের দেব না। এই তথ্য আপনাদেরকে দিলে আপনারাও কাজে লাগাতে পারবেন না।'

অর্থমন্ত্রী বলেন, 'তাদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলেছে। তারাও এগিয়ে এসেছে, আমরাও এগিয়ে এসেছি। আমরা মোটামুটিভাবে কোনো এক জায়গায় সিদ্ধান্তে পৌঁছাব।'

দেশের মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের কাছে সরকারের জাতীয় রাজস্ব বোর্ড ও বিটিআরসির প্রায় ১২০০ কোটি টাকা পাওনা ছিল। বিষয়টি কোনোভাবেই নিজেদের মধ্যে সমাধান না হলে গত মাসে এ সংক্রান্ত দেশের উচ্চ আদালতে একটি মামলা করে গ্রামীণফোন কর্তৃপক্ষ। এরপরই বিষয়টি মীমাংসার জন্য উদ্যোগ নেয় সরকার।

এই উদ্যোগ নেওয়ার পর এ পর্যন্ত একাধিকবার যৌথ সভায় আলোচনা করেছে সরকার ও গ্রামীণফোন কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর