জুয়ার আসরে অভিযান, ৭ জনের কারাদণ্ড

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-24 23:12:07

খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের নলডাংগা গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ওই অভিযান পরিচালনা করেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাচ্চু শেখ (২৭), ইমদাদুল শেখ (৩৬), মো. সাইদ শেখ (৪১), রাজু ইসলাম (২৮), দীপংকর গাইন (৩৩), মো. ফারুখ শেখ (৪৪) ও মো. মহসিন ফকির (৪৭)। তাদের সবার বাড়ি নলডাংগা গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরের দিকে উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের নলডাংগা গ্রামে প্রাক্তন ইউপি সদস্য মো. কামরুল ইসলামের বসত ঘরের পেছনের একটি চৌচালা টিনের ঘরে জুয়ার আসর বসেছিল। সেখানে প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় ওই ৭ জনকে পাওয়া যায়। ওই সাত অপরাধীর বিরুদ্ধে পরোয়ানা লিখে দাকোপ থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে। দাকোপ থানার মাধ্যমে তাদের খুলনা জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ জানান, জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা অনুযায়ী ওই সাত জনের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও খবর