রংপুরে থাকার প্রতিশ্রুতি দিলেন সাদ এরশাদ

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-27 19:25:51

নির্বাচিত হলে ঢাকায় নয় রংপুরে থেকে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ।

তিনি বলেছেন, ‘আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। তার স্বপ্ন পূরণ করার জন্য আমি আপনাদের (সাংবাদিকদের) পরামর্শে কাজ করব।’

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, ‘রংপুরকে রঙে রসে সাজানো হবে। সরকারের সঙ্গে উন্নয়ন করা হবে। রংপুরে গ্যাস আনা হবে। কল-কারখানা, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থান বাড়ানো হবে। আমি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে রংপুরকে এগিয়ে নিতে কাজ করব।’

তিনি বলেন, ‘ভোটে জিতলে রংপুরে থেকে আপনাদের কাছ থেকে সমস্যার কথা শুনব। সংসদে সমস্যা নিয়ে কথা বলব। চেষ্টা করব ঢাকার চেয়ে রংপুরে বেশি সময় দিয়ে জনসেবা করার জন্য।’

এ সময় মহাজোটের প্রার্থী হিসেবে জোটের নেতারাসহ সাধারণ ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও তিনি দাবি করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী, রংপুর জেলা জাপার সাধারণ সম্পাদক এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মুনসি আব্দুল বারী, যুবনেতা জাকির হোসেন শাহিন প্রমুখ।

সভা শেষে সাদ এরশাদ রংপুর প্রেসক্লাব এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, রংপুর-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়েছে। আগামী ৫ অক্টোবর এখানে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ, বিএনপির প্রার্থী রিটা রহমান ও এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার আসিফসহ ছয়জন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সম্পর্কিত আরও খবর