দিনভর ভারী বর্ষণ: বান্দরবানে ভূমি ধসের আশঙ্কা

, জাতীয়

নিউজ ডেস্ক | 2023-08-26 03:04:10

ঢাকা: প্রবল বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবানের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

পাহাড়ি পাদদেশ থেকে নিরাপদে সরে যেতে মাইকিং চলছে জেলা সদর, লামা, আলী কদম ও নাইক্ষ্যংছড়িসহ বান্দরবানের সাত উপজেলায়।

রোববার থেকে থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে পার্বত্য অঞ্চল বান্দরবানে। আর এতে করেই দেখা দিয়েছে ভূমি ধসের আশঙ্কা। এছাড়া কোনো কোনো নিচু এলাকায় পানি জমতে শুরু করেছে।

এদিকে, দিনভর বৃষ্টিপাতে তমব্র“ সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ঘরবাড়ি তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা। ফলে নিরুপায় রোহিঙ্গারা সীমান্তের শূণ্য রেখার পাহাড়ি টিলায় অবস্থান নিয়েছে। কেউ কেউ আশ্রয় নিয়েছে বাংলাদেশের ভুখণ্ডে।

এ সম্পর্কিত আরও খবর