ব্যবস্থার বদল ছাড়া দুর্নীতি বন্ধ হবে না: মেনন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-23 02:06:32

ব্যবস্থার বদল ছাড়া দুর্নীতির সর্বগ্রাসী আক্রমণ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, ‘সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হলেও দুর্নীতি এখন সর্বগ্রাসী রূপ নিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সাময়িক অভিযান কিছু চমক সৃষ্টি করছে। এই দুর্নীতি সমূলে বিনাশ করতে হবে।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ করতে হলে আইনগত ব্যবস্থার পাশাপাশি দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। কোনো অজুহাতেই দুর্নীতিগ্রস্তদের ছাড় দেওয়া যাবে না।’

রাষ্ট্রায়ত্ত পাটকলের দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘বিজেএমসি পাটকলে মজুরি কমিশন বাস্তবায়ন না করে পাটকল শ্রমিক ও পাট শিল্পের প্রতি এক দুশমনি আচরণ করা হচ্ছে। পাট শ্রমিকদের পিএফের টাকাও তারা পান না। এর মাধ্যমে সরকারি পাটকলগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ শেখ হাসিনার সরকার বন্ধ পাটকল চালু ও পাটশিল্প রক্ষার প্রতিশ্রুতিব্ধ।’

পার্টির খুলনা জেলা সভাপতি কমরেড শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পার্টির পলিট ব্যুরোর সদস্য প্রফেসর ড. সুশান্ত দাস ও ইকবাল কবির জাহিদ। বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু, জেলা সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান, আনসার আলী মোল্লা, দেলোয়ার উদ্দিন দিলু, শেখ মফিদুল ইসলাম, এস এম ফারুক উল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর